মরা গাছ ঝরা পাতা মনটা তোমার মরা
খুঁজে দেখ হৃদয়ের মাঝে অংকুর আছে পুঁতা।
আদিম মানুষ ছিলাম, মানব সভ্যতার কুলে  
কালের বিবর্তনে সভ্য হয়েছি ভব্যতারি ছলে ।


যুক্তি তর্ক যাই বা থাকুক বেড়ায় ক্ষেত খায়,
সভ্যতার নামে মানুষ দেখ অসভ্যতায় ধায়
পৃথিবীতে রুপ দেখ, উল্টে পাল্টে যায় ।


উঁচু উঁচু দালান কোঠা, গাছপালা নাই,
শব্দ দুষন বায়ু দুষন দুষন হয়েছে পরিবেশ
তারই মাঝে মানুষ বাঁচে অভ্যাস হয়েছে তাই।


মানব সভ্যতা কালের গর্ভে সব কিছু উল্টা চলে
ঋতুর ভিতর ঋতুর ঢেউ বসন্ত কালের জায়গা কই
ষড় ঋতুর ও হয়েছে পরির্তন শীতকালে শীত নাই ।


পশু পাখির ডাক, রাত-দিনের, বিবর্তনের চিহ্ন নাই।
মানুষ যাবে মানুষ আসবে সময় যাবে সময়ের গর্ভে,
ধরিত্রীতে সবাই থাক ভালবাসায় প্রেমের স্বাদ,


ধরায় যত বিবর্তন হবে ,মানব সভ্যতা ততোই হারাবে ।
প্রেমের যেমন কোন ক্ষয় নাই ভালবাসার তেমন মরন নাই
বিধি তুমি,! কালে কালে যুগে যুগে খেলছো কেমন খেলা।