সত্য যখন ঝগড়া করে শিথ্যার সাথে
কাট-গড়ায় দাঁড়িয়ে উভয়ে সত্য বলে
যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিবো না
চিন্তার দৃষ্টিতে তাকিয়ে থাকে বিজ্ঞ বিচারক ।


আঁকা বাঁকা পথে নদীর প্রবাহ .....................
দুই পাড়ের জনগন অবাক হয়ে চেয়ে দেখে কোনাটা সত্য
ভরা যৌবনে অগ্নি-মুর্তি ধারণ তেমনি ভাটিতে নরম
প্রেমিক প্রেমিকার অন্তর দহনে শপথ সত্য নাকি মিথ্যা ।


আদিকাল থেকে এই খেলা চলে আসছে
যতই কৌশল করে সত্যের মত মিথ্যা বলুক না কেন
অনেক ত্যাগ ধৈর্য নিজেকে পুড়িয়ে আলোর শিখা জ্বলে !
সত্যের জয় তার সমহিমায় ফিরে আসে।


এই ধরিত্রীতে মানবের জীবন চলার পথ এমনি............!