ভাবছো তুমি, যাবে তুমি, যাবার যদি হয়,
কোথা থেকে এলে বলো যাবে তুমি কোথায়!
দেহ নামের আজব ঘড়ি ঘুরছে সারাক্ষণ
পরান পাখি উড়া গেলে ঘড়ি চলে কতক্ষন ?


এই দেহেতে বসত করে সত্য মিথ্যার খেলা,
দেহের প্রতি নিয়ন্ত্রন নাই ছুটছে সারাবেলা!
দেহের সাথে দেহের মিলন ভ্রন জন্মায় ঘাটে  
মন্ত্র ছাড়া মিলন হলে সমাজের বাধা জোটে ।


সমুদ্রের ও কিনারা আছে পলি মাটি পড়ে
ভালবাসার সীমনা নাই বুঝবে কেমন করে,
মনের ভিতর কু-মন্ত্রনা নষ্ট বীজ বুনে
স্বীকৃতি ছাড়া সংসার করলে বাঁকা চোখে দেখে,


দিবা স্বপ্নের হয়রানীতে ভ্রান্ত তুমি ক্লান্ত তুমি
নদী ভরা জল, তরু ভরা ফল, তবু কেন বালুচর
যোগ-বিয়োগের ভারে পড়ে সময় গেছে চলে
দেহের ভিতর ইন্দ্রিয় গুলো অচল হয়ে গেছে।