পৃথিবী আজ অন্ধকারে কুয়াশায় ঢাকা
ভাইরাসের চাদরে নীল আকাশ মোড়া
তবু ও সুর্য উঠে পাখিরা গান গায়
সীমাবদ্ধতায় চলে নিত্যদিনের কাজ
থেমে থাকে না জীবন চলে যায়।


কবি কবিতা লিখে হৃদযের লুকিয়ে থাকা
না বলা কথা, পংত্তির মাঝে প্রকাশ করে
হৃদয়ের জ্বালা বিচিত্র ধরনের জীবের বসবাস
ধরার মাঝে, রোগ শোক লেগেই থাকে
নিরাময়ের আশায়, তবুও আশা ছাড়ে না।


অতিমারীর করাল আঘাত নিত্য দিনের খেলা
বন্ধু স্বজন প্রতিবেশী চির বিদায় নিত্য দিনের মেলা।
আতংকে থাকে পরিবারের আঘাত সইবে কেমন করে
দিনের শুরু রাতের শেষ চলছে নিরোবধি !!


চেনা মানুষ গুলো কেমন যেন অচেনা লাগে চোখে
মুখোশ পরা, দুরত্ব বজায় রেখে ইশারায় ডাকে,
এ যেন অদ্ভুদ পরিবেশ মায়া জালের খেলা।


মানব সৃষ্টির রহস্য বিবর্তনের মাঝে চলমান প্রক্রিয়া
ঘাত-প্রতিঘাতে নিজেকে বাঁচিয়ে রাখা অমুল্য সম্পদ
জীবনের চাকা পরীক্ষার মাঝে প্রতিনিয়ত চলমান
তবুও বেঁচে আছে মানুষ সম্মিলিত প্রচেষ্টায়, আশায়
বুক বেঁধে আছে, এই সংকট কেটে উঠবই আমরা  !


( কবিতাটি করোনা অক্রান্তের সময় ২৩.০৬.২১ইং তারিখ লেখা)