আলোর ভূবনে কবি নিরব কেন !
কবি নিরব কিন্ত তার চোখ খোলা
হাত পা মুখ আইনে বাধা তবে মস্তিস্ক খোলা ।


যে খুঁজে সে পায়, আবার যে ভাবে সে জন্মায়
শত আইন করেও কবির কলম বেঁধে রাখা যায় না
সে তার হৃদয়ের অনুভুতি দিয়ে সত্য ঘটনা প্রকাশ করে।


মাথার ভিতর বসে আছে হর-প্রসাদ শাত্রীর তৈল
তৈল মন্থনকারীরা বুঝে না বুঝে উচ্চ স্বরে এক মত হয়
কি সে বুঝেছে সেটাই সে বুঝেনি তার পরও
ঐ যে হর বাবুর তৈল দিয়ে টিকে আছে নিজ জায়গায় ।


জন মানব বিচ্ছিন্ন মানব তবুও তার আছে উপর-ওয়ালা
আছে অর্থ, আছে ক্ষমতা, আছে নিজস্ব বাহিনী
লিডার সীপের কোন গুন নাই কিন্ত আছে দু’হাত ভরা তৈল
যুগে যুগে কালে কালে এই তৈলের গুন অনিস্বীকার্য !


দেশের জনগন মরে মরুক আমি তো বহাল তবিয়তে আছি  
বড় ভাই‘র হাত যদি মাথায় থাকে কাউকে গুনার টাইম নাই
এই ভাবে কেটে গেছে বিগত বছর গুলি
হুমকি ধামকি থোড়া্য় আমি কেয়ার করি।