দাঁত আছে দাঁতের জায়গায় হাত আছে হাতে
জিহ্বা নড়লে দাঁতে লাগে কথা বলে তাতে
উঁচু নিচুতে পা পড়লে ঘাড় ভাংগে আগে
পিছনের কথা মনে পড়লে হৃদয়ে ব্যথা লাগে।


চোখ দিয়ে আমরা দেখি কানে শুনতে পায়
নাক বলে আমি বাকী বাতাস ভিতরে যায়
মুখের দেখ কত কাজ গরম জিনিষ ঠাণ্ডা হয়
পেটে খেলে পিঠে সয় কোমর ধরে দাঁড়িয়ে রয়।


মাথার দেখ বুদ্ধি কত চিন্তা যোগায় যত তত
আঙ্গুল দিয়ে কলম ধরি মনের যন্ত্রনা ব্যক্ত করি
গোপন জিনিষ গোপনে থাকে বর্জ্য পদার্থ বেরিয়ে যায়
জল বেরুনোর রাস্তা আলাদা বাধা দিলে বারো অবস্থা।


বাহু তোমার যত শক্ত বুকের ছাতি ততো পোক্ত
ঘাড়ের মনে হয় কাজ নাই বাঁকা হয়ে থাকে তাই
নাড়ি ভুড়ির বর্ণনা করো কেবা কখন বিপদ ঘটায়
ফুসফুস’র কিবা কাজ হৃৎপিণ্ড যদি সচল থাক।


চুল যদি কালো হয় চামড়া হয় সাদা
নখ দেখে মনে হয় আশি বছরের দাদা
আমি আছি তুমি নাই তুমি আছ আমি নাই
মানব জন্ম সময়ের ব্যবধানে ছুটে চলে চন মনে।


রগে রগে কেমন বুদ্ধি রক্ত প্রবাহ থাকে যদি
দিনের বেলায় দেহ সচল রাতের বেলায় ঘুমে অচল
আজব মিস্ত্রি র আজব যন্ত্র চাবি ছাড়া চলে মস্ত
সময় ফুরলে কোপা কাৎ বিলিন হবে দেহ আজ।