কি ভেবে ছিলাম আর কি হলো
যত হিসাব কষি হিসাব তো মিলে না
বাড়ীর মুরুব্বীরাও খোঁচা দিয়ে কথা বলে
কি রে কোন কাজ কর্ম জুটলো !


মেঘে মেঘে তো অনেক বেলা বয়ে গেল
তোর সাথের বন্ধুরা আর কেউ বেকার নাই
তুই ছিলি সব চাইতে ভাল ছাত্র তোর ভাল রেজাল্ট
এখন দেখছি খারাপ ছাত্ররাই ভাল!


কি করে তাদের বুঝাই সবাই তো আমাকে দোষাই
ইন্টার ভিউ ভাল হয় বসরা আশ্বাস দেয়, কিন্ত
কাজের খোঁজ নিতে গেলে সবাই মুখ ফিরিয়ে নেয়
ভাল রেজাল্ট এই গুন কর্মের জন্য হয় বিমুখ !


হতাশা ঘিরে ধরে বাঁচতে আর ইচ্ছে করে না
পরক্ষণে ভেবে দেখি বাবা মা তো আমার কিছু বলে না
মা ডেকে বললো বাবা নিজের উপর থেকে আস্থা হারাবা না
আজ হয়নি তো কি হয়েছে কাল হবে.................!


যখন তোমার কর্ম হবে ওরাই উল্টো যাবে এবং
তোমার গুন-কিত্তন করবে !