রাগিনীর ঘুম ভাঙ্গে দুঃস্বপ্ন দেখে
এত টুকু চায়নি যুবতী,
সূর্য মুখীর আকাশ পানে স্বাধীনতা
ভোমর উড়ছে চারিদিকে মধু আহরনে,


আয়নার সামনে বসে দেহ মেলে দিয়ে
বসে আছে যুবতী,
মা দেখে বকুক চেয়েছিল সে
বাবা তার কষ্টের দিকটা বুঝুক,


ঘরের বাহিরে এত হৈ চৈ, লোকের সমাগম
যুবতী চেয়েছিল লোকের সমাগম
তবে এতটা নয়, কিছুটা কম;


একটি জলের খনি, তৃষ্ণা দিক এখুনি
চেয়েছি একটি পুরুষ,
বলুক রমণী।