হঠাৎ দেখি উৎসুখ জনতা ঘিরে আছে চারিদিক,
ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে চুরি করেছে
এক মুঠো চাল !


প্রশ্ন করতে বলে উঠে জনতা ! চোর চাল চুরি করেছে !
ইচ্ছে মত গনপিটুনী দিচ্ছে তাকে প্রশ্ন করে না কেউ ?


চোর চিৎকার দিয়ে বলে উঠে, ধনী লোকের কুকুর তো নই
আমি ! সময় মত খাবার জুটবে কপালে ।


কেউ কথায় করছে চুরি, কেউ বা কলমে, কেউ বা আবার
রাঘব বোয়াল করে কম্পিউটারে, ইশারায় করছে অনেকে
জনতা বলেনা কিছু।


আমি তো প্রকাশ্যে করেছি চুরি ক্ষুধার জ্বালায়, দেশের গনতন্ত্র
তো চুরি করি নাই! বরং রক্ষা করেছি,তবে মারছেন কেন আমায় !