মায়ের মুখ থেকে শুনেছি একান্নবর্তী পরিবারের হাজারো
গল্প, ভাল মন্দ মিশেলে পরিবার, নিজেদের মধ্যে ঝগড়া
ঝাটি, একে অপরের সাথে কথা বন্ধ, তবে কোন বিপদ
হলে সব কিছু ভুলে সবার আগে হাজির।


দাদু, দিদা, কাকা, কাকী, সকল ভাই বোন এক সাথে
বসবাস করাই একান্নবর্তী পরিবার, কত গল্প, কত কথা,
কত বাদ-অনুবাদ দিন শেষে শান্তি। যুগ যুগ ধরে টিকে
ছিল একান্নবর্তী পরিবার, সংখ্যা এখন কম!


আধুনিক যুগে প্রযুক্তির প্রভাব ধীরে ধীরে একান্নবর্তী
পরিবার ভেঙ্গে টুকরো টুকরো হচ্ছে, অর্থ সম্পদ,
লোভ-লালসা, মনে চেপে বসেছে! মানুষ মানুষকে
ভালবাসে না।


সারা দুনিয়ায় কোভিড-১৯ র প্রভাব, মানুষ জীবন মৃত্যুর
সন্ধি ক্ষণে, পরিবারে কেউ আক্রান্ত হলে, কাছের মানুষ
গুলো আর কাছে আসে না, সেবা, যত্ন, আবেগ, ভালবাসা
ও প্রেম যেন কথার কথা।


প্রকৃতিই যেন একান্নবর্তী পরিবার পছন্দ করে না,
কোভিড-১৯ আক্রান্ত হলেই চোখের সামনে ভেসে আসে।