জীবন থেকে চলে গেল
আরো একটি বছর
খাট হয়ে আসছে জীবন
এভাবে ছেড়ে যাব ধরা
তবুও মানুষ স্বপ্ন দেখে
ভালবাসায় ঘর বাঁধে
কিন্তু নিজের বিচারের স্বপ্ন দেখে না
জিঘাংসায় মেতে থাকে সারাক্ষণ
হিসাবের খাতা খুলে হিসাব মেলায়
কি পেলাম আর কি পেলাম না
ধরিত্রী তে কিছু মানুষ ক্ষুধা আর দারিদ্রের
সাথে যুদ্ধ করতে করতে শেষ
আবার কিছু লোক আছে আরাম আয়াসে
কি পেলাম আর কি পেলাম না নিয়ে ব্যস্ত
সব কিছুর সমান বিচার হবে আখে রাতে!