বছর যায় বছর আসে, পৃথিবীর নিয়মের খেলা
কারো জন্য অপেক্ষা করে না ছুটছে সারাবেলা,
সময় হারিয়ে যায় জীবন থেকে রেখে যায় জ্বালা।
অনেক স্মৃতি থেকে যায় জীবন স্মৃতির পটে,
ভাল আর মন্দের মিশেলে,
কখনও হৃদয়কে তাড়িত করে সামনের দিকে,
আবার কখনও পিছু ধরে টানে।


ভালবাসায় মাখামাখি করেছি বেশ অনেকটা সময়
সময় ছুটে সময়ের পিছে, রেখে যায় স্মৃতি,
যেমন সমুদ্রের ঢেউ পিছু দেখে না, সামনে চলে ছুটে।


ভালবাসার অর্ঘ মালা যত্ন করে রেখেছি,
শুকিয়ে যায় দিন শেষে মনের আবেগ নিয়ে
চারিদিকে নিঃস্বার্থ সুবাস ছড়ায়, গাছের ফুল গাছে মানায়
শুকিয়ে যায় মালা।


বিধাতার নিয়মে চলছে জীবন জ্যোতি টানার আগে
সময় হলে জীবন নৌকা ভিড়ায় এসে ঘাটে,
মাঝি মাল্লা কেউ থাকবেনা পড়ে রবে সব
ইচ্ছে করলে শুনবে না আর কোন কলরব।