একুশ যে আমায় দিয়ে গেছে
মাতৃ কোলের গান,
তাজা রক্তে পলাশ শিমুলের রং
ওরা যে হত্যা করতে চেয়েছিল
বর্ণমালা র প্রাণ!


বীর বাঙ্গালীর বক্ষে ফাগুনের ফল্গুধারা
শত চেষ্টাও পারেনি ওরা
ধ্বংস করতে বাংলা ভাষার প্রাণ।


সালাম রফিক বরকত চরণ চুমি তোমাদের
জীবন দিয়ে বাঁচিয়ে গেলে
বাংলা ভাষার মান !


একুশ এলে পাগল মোরা
তোমাদের সালাম করি ! অন্য সময়…..
কথায় কথায় ইংরেজি বলি ভুলে যাই সব !


সর্ব স্তরে বাংলা ভাষার প্রচলন
এখন ও স্বপ্নের দুয়ারে
তবুও মোরা স্বপ্ন দেখি আসবে ফিরে সগৌরবে !


একুশ যে আমার হৃদয়ের চেতনা
জন্মের সূত্র ধরি।