প্রতিদিন সুর্য উঠে, নতুন ভোর
হারিয়ে যাই আগের দিন, রয়ে যাই
স্মৃতি ভাল আর মন্দের।


কোন কোন দিন ছড়িয়ে যায় মুগ্ধতায়
আবার কোন কোন দিন মেঘের আঁধার
হাজারো স্মৃতি ভিড় করে মনের আঙ্গীনায়।


বাদলের দিনে আলো আঁধারীতে বৃষ্টির কিছু
জল জমে থাকে অন্তরে, হৃদয় তো কত কিছুতে
কাঁদে, আবার উঞ্চতায় জল হয়ে যায় বাষ্প।


রাত বাড়লে বিষন্নতা চারিদিক দিয়ে ঘিরে ধরে
কিছুতেই এড়ানো যায় না। বিছানায় শুয়ে এপাশ
ওপাশ করি ভুলে থাকার ছলে।


স্মৃতির বাক্স থেকে কোন এক মেঘ, ফুলের মালা,
প্রকৃতির সৌন্দর্য দেখে বাহ্ বলে উঠে ছিলাম।
রাত বাড়ায় অবসাদ বাড়ে, অন্ধকার আকাশের
গায়ে বিষন্নতা ছেয়ে আসে।