আলতা দীঘির পাড়ে বসে আনমনে নয়ন ভরে
লাল নীল শত শত ফুল ফুটে আছে জলে,
পাখিরা উড়ছে আকাশে ফুলেরা ডাকছে কাছে
আলো আঁধারের মিলন মেলা দীঘির জলে সাদা ভেলা
পাখি উড়ে সকাল সাঁঝে মিলে যায় মেঘেদের সাথে।


আশ্বিন মাসে ভ্যাপসা গরম ঋতুর হয়েছে পরিবর্তন
গরম হাওয়া বয়ে যায় হিমেল হাওয়ার দেখা নাই
দীঘির জলে ডাহুক পাখি মনের সুখে ডাকে থাকি থাকি
পান কড়ি জলের উপর মিছিল করে ইচ্ছে মতন।


আলতা দীঘির ঘাটের বাহার দর্শনার্থীদের মন ভরায়
সাঁঝের বেলায় ঝি ঝি পোকার ডাক কানের ভেসে আসে
জোনাকী পোকা জ্বলে নিভে অন্ধকারে মিশে থাকে
রাতের বেলায় দীঘির জলে মনের আনন্দে মাছেরা খেলা করে।


গজারি গাছের বনের ফাঁকে নীল আকাশে চাঁদ উঠেছে
সাদা কালো মেঘের ভেলা চাঁদের সাথে লুকোচুরি খেলা
চাঁদের আলো আড়াল হলে পদ্ম ফুল গোসা করে
দীঘির জলে চাঁদের আলো ঝল মলিয়ে মন হারালো।