আশ্বিন মাসের প্রথম সকাল হিমেল হাওয়া বহে
মন ছুটে প্রকৃতির পানে সূর্য যখন উঠে,
মিষ্টি রোদের সোনালী ঝলক ঝলমলিয়ে উঠে
কৃষক ছুটে ফসলের মাঠে লাঙ্গল কাঁধে নিয়ে।


ধানের পালা সারি সারি শিশির ভেজা খড়
নিহর জমেছে দুব্বা ঘাসে আলোয় টলমল,
পাশের বাড়ী ধোঁয়ায় আঁধার চুলোয় আগুন জ্বলে
ভোরের খাবার তৈরি করে গাঁয়ের বঁধু বেলে।


দুপুর গড়িয়ে বিকেল আসে কোলাহল মুখর পাড়া
কাজের শেষে খেলায় মাতে পাড়ার ছেলে মেয়েরা,
সাঁঝের বেলায় ঘর গোছানো উঠান ভরা ধান
সলতে বাতির কুপি জ্বলে সন্ধ্যায় হয় আযান।


রাতের আকাশ তারায় ভরা চাঁদের আলো হাসে
গাঁয়ের বঁধু পথে হাটে স্বামীর হাত ধরে,
দু’জনে করে খুনসুটি এদিক-সেদিক চেয়ে
মুচকি হেসে গাঁয়ের বধু বাপের বাড়ী যায়।


বাংলা আমার মায়ের আঁচল, বোনের বিছানো ওড়না,
গাঁয়ের ছেলে গাঁয়ে ফিরলে সুখ যে সরে না,
নাড়ীর টানে গাঁয়ে ফিরা, মন ছুটে যায় বিলে
পলই, জালে মাছ ধরার আনন্দ জাগে ক্ষণে ক্ষণে।