জন্মের পর আমার হৃদয়ে সিধ কেটে
ঢুকে পড়ে আমার প্রাণের গাঁ
শিশুকাল বাল্যকাল কাদা মাটির গন্ধ
ভোরের সকাল পাখিদের কলতান
সবুজ ছায়া বীথিতে ঘেরা আমার গাঁ!


জন্মের মাটি হাটি হাটি পা পা পায়ের ছাপ
স্মুতি পটে আঁকা ।
আমি যেখানে যায় জন্ম ভূমির মাটির গন্ধ
চোখ বন্ধ করলেই নাকে ভেসে আসে ।


আমার ভাললাগা ভালবাসা প্রেম আমার গাঁ
সবুজ শ্যামল সারি সারি গাছ পালায় ঘেরা
খেজুর গাছের রসের হাড়ি পুকুরে হাঁসের দল
নীল আকাশের নীলাভ রং দখিনা বাতাস
প্রকৃতির আদর কখনো কি ভুলা যায় !


ঋতু পরিবর্তনের সাথে প্রকৃতির পরিবর্তন
আমার প্রাণের গাঁয়ের অপুর্ব মনোমুগ্ধকর রূপ।
মা মাটি মানুষের সাথে আমার আত্মার সম্পর্ক  
আমার গাঁ যে আমার বেঁচে থাকার অক্সিজেন।