আজ ২৩ আগস্ট’২০২০ আমার জীবনে বিশেষ একটা দিন
প্রতি বৎসর এই দিনে ফিরে যাই কুমার জীবনে ।
পৃথিবীতে প্রতিটি নর-নারীই বছরের নিদ্রিষ্ট দিনকে বেছে নেয়!
কুমার বা কুমারীত্ব ভাঙ্গার জন্য, ইচ্ছাতে হউক বা অনিচ্ছাতে হউক !
                   জন্ম-মৃত্যু-বিয়ে তিন বিধাতা নিয়ে,
মজার বিষয় একজনের জন্ম হয় এক জেলায় বা দেশে
কিন্ত সঙ্গী জোটে অন্য জেলায় বা দেশে।
কি অদ্ভুত তাই না! একজন অপর জনকে চিনেনা বা জানেনা
কিন্ত বাকী জীবনটা কাটাতে হবে একে অপরের  সাথে,
যদি ট্রেড্রিশনাল দিনটি হয়। আবার পরিচিত জনের সাথে
হয় সে ক্ষেত্রে ভিন্ন কথা হতে পারে।
                   অভিভাবকদের মনের ভিতর অনেক শংকা উঁকি দেয়
কেমন হবে বর ও কনের বন্ধন পরিবেশ পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে
পারবে কিনা ইত্যাদি ইত্যাদি অনেক চিন্তা।
                   বর ও কনের মনে কি ভাবনা চিন্তা চলছে,
নিজের জীবনকে দিয়ে উপিলদ্ধি করলে পাওয়া যাবে,সেখানে কোন মিথ্যা বা
ছলছাতুরী করা উচিৎ নয় তবুও করে ।
কেউ সেটা গোপন করে আবার কেউ একে অপরের সামনে প্রকাশ করে।
প্রত্যেকের তো ব্যক্তি–স্বাধীনতা আছে তাই না ?
                  এই বিশ্ব-ব্রোম্ভান্ডে মেয়েরা কি স্বাধীনতা ভোগ করতে পারে,
পুরুষ শাষিত সমাজে । নিরপেক্ষ বিচার করলে বলব না,
কোন না কোন ভাবে যেমন মানুষিক বা শারীরিক ভাবে নির্যাতিত হচ্ছে
প্রতিদিন প্রতিক্ষন । আবার
দেখুন এই পৃথিবীতে বিপরীত লিঙ্গের সঙ্গ ছাড়া একে অপরে পুনাঙ্গ নয় ।
                 কি অদ্ভুত তাই না! সঙ্গী হওয়ার আগে যদি পরিচয় হয় তবে
উভয়ের কমিটমেন্ট থাকে বা করে কিন্ত সময় ও কালের বিবর্তনে সেই
কমিটমেন্ট আর বিকশিত হয় না। পরিবার, সংস্কৃতি, বা পরিবেশ কখনও
বিষয়টি কে এগিয়ে নেয়, আবার কখনো পিছিয়ে দেয় ।
                   আজ আমি পৃথিবীর সবাইকে বলে যেতে চায়, এই বিশেষ  
দিনটিকে ভালবাসতে, যত্ন করাতে, সকলের মাঝে ছড়িয়ে দিতে। ছেলে মেয়ে নয় ভাবুক
যার যার মত স্বাধীন ভাবে। এটাই হউক আজকের এই বিবাহ-বার্ষিকীর দিনে
আমার প্রত্যাশা ………………!!


বিঃদ্রঃ কবিতাটি ২৩.০৮.২০২০ তারিখ লেখা !