আমি অন্ধ দিনের রূপ দেখা হয়নি কখনো
সমস্ত অন্ধকার বয়ে চলেছি নিরবোধী
জিগায় সৃষ্টিকর্তা কি আমার অপরাধ !
সমস্ত আলো তোমার কাছে রেখে পাঠালে ভুবনে !


সবাই আমাকে করুনা করে ভালবাসে না কেহ !
আমার ও তো রমণীর ভালবাসা পেতে ইচ্ছে জাগে
ভালবাসা হীন জীবন টেনে চলেছি ভুবন মাঝে
সেটা কি আমার অপরাধ নাকি পুর্ব-পুরুষের ।


অন্ধকারে আমার ভালবাসা আছে একান্ত মোর ভুবনে
অনুভবে অনুরাগ আমারও হয় কেউ কি তা মানে
প্রকৃতির কি রুপ আছে মনের কোনে ইচ্ছে জাগে
দেখার প্রদীপ নিভে গেছে জন্মের সাথে সাথে
সাদা কালোর বিভেদ কেমন, সারি আমি অনুভবে !


কোথায় আমার স্বর্গ-নরক বিভেদ আমার অজানা
পাপ-পুণ্য বিচার হবে বলবো কি তা অজানা
অপুর্নতা রেখে পাঠালে ভুবনে সৃষ্টিকর্তা ভাল জানে
প্রেম ভালবাসা হৃদয়ে বুঝে চোখ থাকে অজানা
ধরিত্রীর বুকে অতিরিক্ত আমি পরিবারের বোঝা।