অন্ধকার ড্রইং রুমের মধ্যখানে
জ্বলন্ত মোমবাতি,
ভালবাসায় বিষ মিশ্রিত আলো চারিদিকে !


ভালবাসার নারী চলে গেছে
মোমবাতির প্রস্ফুটিত আলোয় মাথা নীচু করে
বার বার তার কথা ভাবি,


জন-মানব শূণ‍্য ড্রইং রুমে দুঃখ ভাগ করি
কষ্টের দেয়ালে স্বপ্ন ও স্মৃতি মাখামাখি করে
মোমবাতির হলুদ আলোর শিখায় পুড়ে
হিংসুটে নারীর মুখ ফ্যাকাসে হয়ে যায়।


ভালবাসার মূল্য নারীর কাছে কতটুকু জানি না
তবে আমার কাছে পৃথিবীর চেয়ে ও বেশী,
খামতি শুধু অর্থ আর সম্পদের যা হতে পারে
কিন্তু তার মান ভাঙ্গাতে ব্যর্থ হলাম।