বাস্তবতার কষাঘাতে আমি কর্মের ফেরিওয়ালা
কর্মের কারনে কিছু দিন এ জেলায় তো কিছু দিন অন্য জেলায়
জেলার লোকজনকে ভালবাসতে শুরু করলাম তো বিচ্ছেদ শুরূ
যেন আমি জেলায় জেলায় ভালবাসার ফেরিওয়ালা !


কত দিন আমার জন্মভুমে যেতে পারিনি................
ছুটি নিলে একদিন যেতে আর একদিন ফিরে আসতে মাঝে একদিন
কাকে ছেড়ে কার কাছে যাব কার সাথে দেখা করব লাগে গন্ডগোল
কৈশোর আর যৌবনের চলাফেরার পথ, সাধের চিলাই নদী, পছন্দের
পুরাতন স্মাশান, হাজার বছরের বট গাছ, বকুল তলা, গজারীর বন
চৈত্রের দুপুরে নিজেকে হারিয়ে ফেলা আর হয় না।
মধ্যবৃত্ত পরিবারের বেড়াজালে বন্দী আমাদের মন মরে গেছে
সকাল বিকাল অফিস আর কাজের মধ্যে মনে চরা পড়ে গেছে ।


একাকিত্ব জীবনে বাল্যকালের স্মৃতি হৃদয়ে কষ্ট দেয়..........
হাজারো স্মৃতি মনের মাঝে ভিড় করে হৃদয় কুরে কুরে খায়
এ যে বাস্তবতা পেটের দায়ে.....................


মাঝে মাঝে মনে হয় এই বাঁধা ধরা জীবন ছিন্ন করে ফেলি
কই পারলাম কই ! পেট তো চালাতে হবে.......................
সংসার আছে ছেলে মেয়ে আছে তাই আমি কোলুর বলদ
ইচ্চে করলেই মনের চাহিদা পুরন করতে পারি না,
আমি যে পরাধীন।