কে আমি! কার আমি! কোথা থেকে এলাম।
অদৃশ্য ছিলাম, ভ্রুণে মায়ের গর্ভে, জন্মের
পর তার কোলে, বড় হয়ে প্রেমিকের, বিয়ের
পর স্ত্রীর, হৃদয় ভেঙ্গে টুকরো টুকরো, হৎপিন্ড
ভালবাসার মোড়কে ঢাকা, অন্তর ক্ষরণে রক্ত
বিন্দু জমাট বেঁধে পাঁচে গন্ধ।
সেই গন্ধ তুমি কি পাও, পাবে কি করে,
তুমি যে আমার থেকে অনেক দুরে! ধন-
সম্পদ, জমি জমা, টাকা পয়সা হলে!
পাওয়ার জন্য মামলা করা যায়, বড় উকিল
ধরে জেরা করে নিজের অধিকার খাটানোর
চেষ্টা অন্তত করা যায়, কিন্ত তোমার মনকে
পাওয়ার জন্য কি মামলা করা যায় ? হদয়ের
চোখ দিয়ে পাওয়ার অপেক্ষা করতে হয়।