লুকোচুরি লুকোচুরি জীবনের সাথে
করো তুমি ছল চাতুরী
প্রতিজ্ঞা কর জীবনের ব্রত,
নিজেকে শানিত করো তর বারীর মত!
লোভ-লালশাকে দুরে ঠেলে
ভোগ-বিলাসীতা কে অবজ্ঞা করে
নিজেকে তৈরি কর।
সট-কাট, কৌশল, ছল চাতুরী করে
আর যাই হউক;
জীবনে জয় করা যায় না
সাধনা, একগ্রতা, অধ্যবসায় তোমার
চিন্তা শক্তিকে শাণিত করবে !
সহজ প্রাপ্তি কুয়ো বা ইন্দিরার মত
সাধনায় প্রাপ্ত সুখ জীবনকে সমুদ্রের ন্যায়
অপার আনন্দ দেয়,
পৃথিবীতে প্রতিটি নর-নারী স্বতন্ত্র
তাদের চাওয়া-পাওয়া সব কিছুই আলাদা
সব কিছুই মেনে নেয়া বুদ্ধি মানের কাজ।
সৃষ্টি কর্তা র শ্রেষ্ঠ সৃষ্টি তুমি
বিচরণ করো ধরায় নিজের মত করে
তুমি মুক্ত, তুমি বিহঙ্গ, তুমি বাধাহীন
আমি কি! আমি জানি না।