আমার একটা আকাশ আছে নীলিমায় নীল
আমার একটা পাখি আছে উড়ে বেড়ায় আকাশে
বল! তাকে ছাড়া থাকি কেমন করে?
নীল আকাশে ডাক দিয়ে যায় আমার পাখি
তাকে নিয়ে এসে আমার ঘরে কোথায় রাখি।


মোর স্বপ্নের মাঝে ঘুমের ভিতর উড়ে আমার পাখি
সেই পাখিটি লাল হবে তাইতো স্বপ্নে মুখে রং মাখি।
পাখি আমার বিচলিত সমাজ কেন অস্থির এত
মানুষ আর মানুষ নাই হয়েছে জীব জানোয়ার
বেঁচে থাকার পথ খুঁজি হয়নি কোন অন্ত।


ভালবাসায় মাখা মাখি পাখি উড়ে আকাশে
ধরায় এত বিবাদ কেন! বৃথায় বুঝার চেষ্টা করি
স্বার্থ বড় খারাপ নেশা হিংসা জিঘাংসায় হয় খুন
নদীর পাড়ে কাশ বন সাদা সাদা ফুলে ঢাকা
নীল আকাশে সাদা মেঘ উড়ছে সারা বেলা।