আষাঢ় মাস নীল আকাশে রোদ আর মেঘের
লুকোচুরি খেলা,
প্রকৃতি যেন উদার হস্তে বাড়িয়ে দিয়েছে হাত
রাস্তা-ঘাট খানিক শুকনো আবার খানিক ভেজা
যেন বন্ধুর সাথে বন্ধুর অলিখিত খুনসুটি।


কবি-সাহিত্যিক গন বাংলার প্রকৃত রূপ বিভিন্ন ভাবে
তুলে ধরেছেন তাঁদের লেখনী তে,
আমি বাংলার রূপ-যৌবন ও দেশকে ভালবাসি।


বাংলাদেশ ছয় ঋতুর দেশ, যৌবন ভরা ঋতু বর্ষাকাল
আজ আষাঢ় মাস আগমনী বার্তা ছড়িয়ে দিয়েছে ধরায়,
গাছের পাতায় শিশির বিন্দু র মত বৃষ্টির ফোট লেপটে  আছে,
যেন যৌবনের উন্মাদনা বহিঃ প্রকাশ,


মাঠে কৃষাণ-কৃষাণীর ফসল বুনানোর কাজে ব্যস্ত
ফাঁকা মাঠ, মেঘলা আকাশ, প্রকৃতির রূপ যেন
উপচে পড়ছে ধরণীর বুকে, চোখ ফেরানো দায়!


অজান্তে আসে তুমি যাবে ভাই, যাবে মোর সাথে,
আমাদের ছোট গাঁয়, দেখবে সেথায় বন-শালিকের
খেলা, কলমী গাছের সারি, নদী পুকুরে কচুরী পানায়
ফুল ফুটে আছে সারি সারি, ধন্য আমি জন্ম এ গাঁয়ে।


(কবিতা খানা বর্ষার সময় ১৬.০৬.২১ ইং তারিখ লেখা)