ইতিহাসের ভিতর দিয়ে জাতি সত্তার পরিচয়
প্রত্যেক জাতির নিজস্ব কৃষ্টি-কালচার আছে
এ কৃষ্টি কালচারের ভিতর সতন্ত্রতা প্রকাশ পায়
বাঙ্গালীর বাঙ্গালীপনা কেড়ে নিতে চেয়েছিল বার বার!


উর্দুভাষীরা চাপিয়ে দিতে চেয়েছিল তাদের ভাষা ৪৭এ
বাংলা ভাষা কে নিতে চেয়েছিল যাদু ঘরে! পারেনি ,
দামাল ছেলেরা বুকের তাজা রক্ত ঢেলে রক্ষা করেছে !


থেমে থাকেনি তবুও ৬৯রে দেশকে করাত্ব করার চেষ্টা
শহীদ আসাদের রক্ত পুরন হতে দেয়নি তাদের অভিলাশ
অস্থ্যিত্ব বজায় রাখতে তখন বাঙ্গালীরা সংগঠিত;


১৯৭১এ যে নেতার জন্ম না হলে মুক্তিযুদ্ধ হতো না
যে নেতা না থাকলে বাংলাদেশের জন্ম হতো না,
যে নেতা না থাকলে দেশ স্বাধীন হতো না !অন্য কেউ নয় ,
সে যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান!


বঙ্গবন্ধুর ভাষণে সকল বাঙ্গালী একত্রিত হয়েছিল
খালি হাতে যুদ্ধ করতে পেরেছিল, সাহস যুগিয়েছিল
শক্রদের সামনে বুক টান করে দেশ স্বাধীন করার শপথ
এক সাগর রক্তের বিনিময়ে ১৬ই ডিসেম্বর পেয়েছি
আমরা স্বাধীন! সকল শহীদের লাল সালাম।