বহুদিন পর মনের একটা চাওয়া মিটলো আজ
কি চাওয়া মিটলো একমাত্র মন জানে !
জানা জানি হলে হয়ত স্বাদ টা তিতো হবে,
মনের গহীনে মানুষের বিচিত্র চাওয়া থাকে !


মজার বিষয় আজ সারাদিন বিদ্যুৎ চলে যায়নি
বাসায় কেউ নেই আমি আর আমার সহধর্মীনি
দু’জনের অফিস নাই, চুটিয়ে আড্ডা মারলাম
ছাত্র জীবনের পর আজ যেন সেই দিনে ফিরে
গিয়েছিলাম !


মুরুব্বী দের মুখে বার বার শোনা কথা ছাত্র জীবন
মানব জীবনের সব চেয়ে মধুর জীবন, বন্ধনহীন
স্বপ্নের ভেলায় ভেসে যাওয়া যায়। সংসার জীবনে
এসে উপলব্ধি করতে পারছি, দায়িত্ব ও দায়িত্ববোধ
এর বেড়া জালে আটকিয়ে গেছে জীবন।


কর্ম, সংসার ছেলে মেয়ে আত্বীয়-স্বজন প্রতিবেশী
সবার মাঝে কাটানো বড় বন্ধুর পথ ভেবে চিন্তে
এগুতে হয়, ভুল হলে মাশুল গুনতে হয় নিজেকে!
হাঁপিয়ে উঠেছিলাম সহধর্মীনি আমার সহপাঠিনী,
বন্ধু, প্রেমিকা, বাচ্চার মা, সর্বপরি আমার স্ত্রী।


ঈদের ছুটি শেষ হলো চলে গেল সকল আত্মীয়-স্বজন
তাদের নিয়ে আনন্দ আর উল্লাসে কেটে গেল ছুটি
নিজেদের মধ্যে কোন আলোচনার সুযোগ ছিল না।
ছুটি শেষে আবার ব্যস্ত হয়ে পড়লাম।
এইটাই জীবন!