আমার ভাগ্যটা এমন কেন! ভেবে পায় না
যতবার প্রিয় জনের কাছে ছুটে যায়
ততোবার আঘাত পেয়ে ফিরে আসি।


আমার কৈশোর আর যৌবনের মুল্যবান সময়
কত যে নষ্ট করেছি হিসাব করা যাবে না!
তবুও বেহায়া মন কোন বাঁধা মানে না
আমি জানি না! একে ভালবাসা বলে কি না!


মায়ের সাথে আমার বন্ধুর মত সম্পর্ক ছিল .........
কোন দ্বিধা ছাড়াই মনের সব কথা মাকে বলতে পারতাম  
মা আমার সব কথা মনোযোগ দিয়ে মুগ্ধ স্রোতার মত শুনত!
কিন্ত কি আশ্চার্য জানেন ! কোন কথার উত্তর দিত না ।


হঠাৎ একদিন মাকে বললাম আমার একজন পছন্দের মানুষ আছে
তবে কি জানো মা! তার পছন্দের মানুষ আমি কিনা তা জানি না
আমি শুধু দুর থেকে দেখি আর হৃদয় দিয়ে অনুভব করি।


মা আমার দিকে তাকিয়ে রইল কিন্ত কে তা জানতে চাইলো না!
মুশকিল কি জানেন! পরের দিন থেকে ঐ মেয়েটিকে আর দেখিনা
মাকে সন্দেহ করব একি করে হয়! মাকে যে আমি বড্ড ভালবাসি।


মা আজ নেই আর ঐ মেয়েকে আর কোন দিন খুঁজে পায়নি
কিন্ত মাঝে মধ্যে ঘটনাটা মনে পড়লে আমি আনমনা হয়ে যাই।