ভালবাসা থাকে ভালবাসার জায়গায়, শুধু মানুষ গুলো বদলে যায়,
মানুষের মাঝে মানুষের জন্ম, আমার জন্ম কোথায় !
হতাশা আমায় গ্রাস করছে অমাবস্যার চাঁদের মতন।


ডাস্টবিনে ফেলে দিয়েছিল আমায় জন্ম দাত্রী মা !
বাস্তব জীবনে স্নেহ-ভালবাসা কপালে জোটে না
পিতা মাতার আদর-স্নেহ কেমন টেলিভিশনে দেখা  
পথের মাঝে জন্ম আমার পথেই বেড়ে উঠা !


কর্ম করি নিজে খায়, নেশায় থাকি মত্ত,
ধনী লোকের কুকুর বিড়াল আদরের জন্তু, মানুষ হয়ে ও
দেখে না কেহ একে ই বলে ভাগ্য !


ভাল থাকার অভিনয় করি প্রেম ভালবাসা নিজে গড়ি,
কোন গোত্রে র মানুষ আমি ভাগ্য বিধাতা জানে
মনের কষ্ট মনে রেখে এই ভাবে জীবন চলে।


মনটা আমার ছোট হয় জন্ম পরিচয় জানা নাই,
জন্ম আমার আজন্ম পাপ কিভাবে তাদের বলি
স্বপ্ন দেখি হিরো হবো ঠিকানা যে নাই আমার।