অন্তরে তোমার পাখির বাসা
অজানা চিন্তার সমাহার
ইহ জগতে যা কিছু ঘটে
সত্য মিথ্যার সমাহার।

মানুষের চোখ পর্দায় ঢাকা
সমাজের চোখ খোলা
মানুষে মানুষে বিভেদ ঘটে
স্বার্থের হয় কারবার।


সমাজের ভিতর মানুষের বসতঃ
বিচারকের আসনে তৃতীয় হাত
মিথ্যা স্বার্থ সামনে আনে
সমাজে করে বিশৃংখল।


মিথ্যা করে সত্যের বিলাপ
আইনের চোখ অন্ধ
হতাশ বদনে বিচার প্রার্থী
নিজেকে মনে করে মন্দ।

মানুষের মাঝে মনুষ্যত্ব নাই
সত্যের হয় পরাজয়
প্রয়োজনের সময় বেরিয়ে আসে
হিংস্র পশুর নখ ।
  
নিয়মকানুন মানে না কোন
স্নেহ ভালবাসার গুরুত্ব নাই
ক্ষমতার কাছে হয় পরাজয়।