যে জন্মান্ধ তার কাছে পৃথিবীর আলো শুধুই কল্পনা !
আর যার পৃথিবীর আলো দেখার সৌভাগ্য হয়েছিল
কিন্তু কোন এক কারনে চোখের প্রদীপ নিভে গেছে ,
তার কাছে সেটা বড় কষ্টের, যন্ত্রনার, আক্ষেপের !


এই ধরা ধামে সৃষ্টিকর্তা কোন মানুষকে শত ভাগ দিয়ে পাঠায় নি
কোন না কোন ক্ষামতি রয়েই গেছে, আর সেই ক্ষামতি তাকে
নতুন পথের সন্ধান দেয়!


সাধনা একাগ্রতা মানুষকে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে  
শট-কাটের কোন পথ নাই,
কবি বা লেখক বাস্তবতার আলোকে মনের মাধুরী মিশিয়ে লিখে
কখনো পাঠকের কাছে গ্রহণযোগ্য হয় আবার কখনো হয় না।


সৃষ্টির রহস্য ভেদ করা অচিন্তনীয় চিন্তা !
জ্ঞানের ভাণ্ডার কে সমৃদ্ধ করতে হবে,
হিংসা বিদ্যেসের উপরে উঠতে হবে,
ভবিষ্যৎ কে দেখার ৩য় চোখের দ্বার উন্মোচন করতে হবে !


তবে এটা সহজ পথ নয়।