সুতার গায়ে সুতা লেগে, শয়ন কাঁথা হয়                  
মনের সাথে মনের মিলন ভালবাসা কয় ।
ভালবেসে হলাম পাগল, চিনলাম না তোমারে,            
ভালবাসায় অন্তর জ্বালা, বুঝলে না আমারে !                  
তুমি হলে সখিরে বন্ধু আমি হলাম সখা
দুরদেশে তে কেটে গেল জীবন তরীর ভাটা ।
ভালবাসায় এত জ্বালা কেমনে বুঝাই তোমারে
ইহকালে না পেলে বন্ধু, অন্তর বুঝায় কেমনে ।
মরন কালে থাইক বন্ধু, আমার শিয়রের পাশেতে
মরন যাত্রা হলে বন্ধু, মনে রেখো আমারে।
সুনাই বন্ধু ভালবাসি তোমারে।