আজ কাল কাউকে বিশ্বাস করতে পারি না
কিন্তু কেন ? পরিষ্কার কোন প্রদান আমার কাছে নাই
তবুও মনে হয় কোন কারন ছাড়া সে মিশে কেন
একা একা কষ্ট তো তাই ভুলে থাকা যায় না।


নিত্য দিন রূপকথার গলি র মোড়ে একটি মেয়েকে ফুল হাতে দেখি
রাস্তায় জ্যাম লাগলে গাড়ীর গ্লাসের সামনে এসে মায়াবী সুরে বলে,
স্যার একটা ফুল নিবেন, গায়ে ময়লা ছেঁড়া ফ্রগ পরা উষকো
খুষকো মাথার চুল তবে চোখ দুটো মায়াবী।


যে কেউ তার কথা বলার ভঙ্গি আর হাস্য উজ্জল মুখের জন্য
একটা ফুল কিনতে বাধ্য হবে প্রয়োজন ছাড়া।
প্রায় দিন অফিসে যাওয়ার পথে দেখি আর একটা ফুল কিনি
আজ কয়েক দিন হলো মেয়েটিকে দেখতে পায় না ।


অফিসের তাড়া থাকায় মেয়েটির খোঁজ খবর নেয়া হয়নি
অফিসে গিয়ে কেন যেন বার বার মেয়েটির চেহারা সামনে ভাসে
দ্রুত অফিসের জরুরী কাজ শেষ করলাম ফেরার পথে খোঁজ নিব
আসে পাশে লোকজনের কাছে জিজ্ঞাসা করলাম কোন লাভ হলো না।


আমার মনটা কেন এমন কু-ডাকছে, হঠাৎ একটা লোক এসে বললো
শেফালীকে খোজ করছেন! হ্যাঁ মানে প্রতিদিন মেয়েটা ফুল
বিক্রি করত কয়েক দিন দেখি না তাই।
আপনি জানে না আজ দুই/তিন দিন হলো মেয়েটি গনরেফ হয়েছিল
কে বা কাহারা ঐ ব্রিজের নীচে তার মরা দেহ পড়ে ছিল!


তাৎক্ষনিক হৃদয়ের ভিতর দুমড়ে মুচড়ে গেল চোখ জল এলো
কোন কথা বলতে পারলাম না নিঃশব্দে বাড়ী ফিরলাম।