আমরা চলেছি অজানা পথে দু’হাত ধরে পাশাপাশি
না বলা কথা জমাট বাঁধে হৃদয়ের গহীনে।
কত শপথ, কত পন আছে আমার মনে কহিব তোমায়
দু’দণ্ড সময় দাও যদি অধমে।


শিমুল তুলো উড়ে যায় আকাশে
বল যদি এনে দিতে পারি তোমার চরণে
তোমার হাসি, তোমার চোখের কথা
পাগল করে আমায়, মরে যেতে ও রাজি।
তোমার শরীরের ঘামের সুবাশ ছড়ায় বাতাসে
আমার নাসিকা পথে বাঁধা হয়ে দাঁড়ায়
বাতাসের গাঁয়ে।


ছুটে চলা ধবল ধেনু, বিচলিত তোমার মন
গোধুলী লগ্নে পাগলা হাওয়া জড়িয়ে ধরে ক্ষণ।
অজানা পথে হেঁটে চলেছি আমরা দু’জন
পথে হলো দেরি যদি বলতে পারি !


তোমার ঠোঁটে, দেহ আমার দুমড়ে মুচড়ে
ভেঙ্গে আসে আমার দেহে।
কোন বাঁধা নাই মিলে গেছি তাই দুই দেহ এক আত্মায়।