ঘরের ছাদ যেন ভেঙ্গে পড়ল মাথায় উপর
যখন তুমি আমায় ছেড়ে গেলে !
আকাশ ভেঙ্গে পড়ল যখন তুমি আমায়
অস্বীকার করলে!

অভাব অনটনে র সংসার দারিদ্র আমাকে
জন্ম থেকে আঁষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে,
ছাত্র জীবনে জনেই আমাকে ভালবেসে ছিলে
পরে বিয়ে !

মাঝে মধ্যে তোমার আমার ঝগড়া হতো
সংসার ছেলে মেয়ে পরিবার ইত্যাদি নিয়ে
তবে দু’জনার ভালবাসার খা-মতি ছিল না!

দারিদ্র, ক্ষুধা যে আমার প্রেম ভালবাসা, সংসার কে
অস্বীকার করবে আগে বুঝতে পারিনি,
জানলে হয়ত এত গভীর সম্পর্ক তৈরি হতো না!

আমি এখন নিঃশেষ, দরিদ্রতা আমার চির সাথী
একাকীত্ব আমার বাহন, অন্ধকার আমার আলো,
বেঁচে থাকার জন্য খাওয়া,
খাওয়ার জন্য বেঁচে থাকা নয়
এই ভাবে চলে যাচ্ছে জীবন, আর তুমি!