প্রতিদিন প্রাতর্ভ্রমণে যাওয়ার একটা গল্প আছে !
বলি শোন ও:
ভোরের হিমেল হাওয়ায় নিজেকে হারিয়ে ফেলি অনেক দিন বাঁচার ইচ্ছা !
এই রাস্তা দিয়ে আমার মত কত শত লোক প্রাতর্ভ্রমণ করেছে
হিসাব কষে বলা যাবে না তাদের মধ্যে অনেকে আজ হাটে না,
হাঁটার সুযোগ ও নাই ইহ-জগত থেকে বিদায় নিয়েছে অনেকে !
এক সময় আমার পালা আসবে জানি, তবুও প্রাতর্ভ্রমণ করি।


প্রাতর্ভ্রমণের বন্ধু রাশেল সরকারী ফুড ইন্‌স্পেক্টর প্রতিদিন দেখা হয়
গল্প করি ছেলে মেয়ে সংসার রাজনীতি ইত্যাদি নিয়ে তবে আমি জানতাম না
ভদ্র লোক একা কাজের মেয়ে নিয়ে জীবন যাপন করেন !
তাঁর সব কিছুই আছে, ছেলে মেয়েরা বিদেশে স্থায়ী বসবাস করে।


নাতি নাতনী দের সঙ্গ দেয়ার জন্য ভদ্র লোকের স্ত্রী বিদেশে থাকে,
দুঃখ করে রাশেল সাহেব বলেন, বলার মত কেউ নেই !
তাই আপনাকে বলছি, যখন আমার স্ত্রীর আমাকে সঙ্গ দেয়ার কথা
তখন তিনি নাতি-নাতনী দের নিয়ে ব্যস্ত থাকে আর আমি থাকি একা !


ভোরের প্রকৃতি, শিশির ভেজা ঘাস, আযানের ধ্বনি, হিমেল হাওয়া
আমি প্রকৃতির প্রেমে পড়েছি আর প্রেমে পড়েছিলাম ছাত্র জীবনে
আমার সহপাঠিনী সহধর্মী র সাথে, দু’টো ই যেন অনিশ্চয় তায় ভরা ছিল
কারন বিয়ে নাও হতে পারত আবার হঠাৎ প্রকৃতি থেকে বিদায় হতে পারে
এটাই তো জীবন তাই না !