কে শিক্ষককে হত্যা করছে ? যে শিক্ষক সহবত শিখানোর
জন্য ছাত্রকে শাষণ করেছিল ! সে হত্যা করেছে !
সে তো নিজেকে হত্যা করল।

তার ভিতরে মনুষ্যত্ব তৈরী হয়নি, নাকি শিক্ষক হিসাবে
তাকে মানুষ হিসাবে গড়ে তুলতে পারেনি,
তানা হলে কিভাবে মানবতাকে হত্যা করে কাপুরুষের মত !

আমি জানি এটাকে কেউ কবিতা বলবে না, কবিতা বলার
কথাও না। কবিতা কখনো জীবনের প্রতিচ্ছায় হয়ে ধরা দেয় !
কেউ কবিতা ভালবাসে আবার কেউ ভালবাসে না !
অ-কবিতা হয়ে উঠে।    

ছাত্র/ছাত্রীদের শাষণ করেছিল সে মানুষ করার জন্য, আগামী
প্রজন্মকে সু-নাগরিক হিসাবে গড়ে তোলার ব্রত নিয়েছিল,
এই পেশায় দু-বেলা দু-মুঠো ঠিক মত খাবার জুটে না
তবুও মানুষ গড়ার করিগর পেশা বেছে নেয়া কি তাঁর অপরাধ !

করোনার পর সকলের মাঝে ধৈর্য চুত্তি ঘটেছে, কি শিক্ষকের
মাঝে, কি ছাত্র/ছাত্রীদের মাঝে অমানুষের প্রবৃত্তি জেগে উঠেছে
প্রচন্ড ভাবে কে কি বলছে কে কি করছে পরিস্কার নয়।

ছাত্র শিক্ষকের সাথে সেই মধুর সম্পর্ক আধুনিক যুগে পাওয়া
যাচ্ছে না। শিক্ষক ছাত্র/ছাত্রীরা স্কুল জীবন থেকেই রাজনৈতিক
পরিচয় নিয়ে নিজেদের অসৎ উদ্দেশ্যকে হাসিল করার জন্য
আজ শিক্ষক খুন তো, কাল ছাত্র/ছাত্রী খুন।

মানুষের নৈতিকতা অবক্ষয়ের আলামত , সমাজকে ঘুনে
খেয়ে ফেলেছে ...............বাকী রইল কি !