সংসারের ঝামেলা আর তো ভাল লাগে না
দিন যায় রাত আসে নতুন চিন্তার উন্মেষ ঘটে,
ক্লান্ত হয়ে উঠেছে মন স্বপ্নের সাত কাহন !


বুকের ছাতি বুকে আছে মাথা ঘুরে চারিদিক
এ কেমন নতুন পরীক্ষা মধ্য বিত্তের ঘরে,
চাকরী এখন গোলামি করা কর্পোরেট যুগে,
ল্যাং মেরে ফেলে দিয়ে অন্য লোক আসে!


ভালবাসা, প্রেম, আনন্দ সব যেন এখন মেকী,
সংসারের চাহি দায় নিজেকে দিয়েছি ফাঁকি!
কেউ আমায় বুঝতে চাই না আমারও কষ্ট আছে !


সঁপেছি জীবন তোমার হাতে ইচ্ছে নদীর মতন
পাল তুলেছি দু’জনে মোরা সামনের দিক ফাঁকা
হঠাৎ নদীতে জোয়ার আসে পুরোটা হলো ভাটা!


হাঁপিয়ে উঠেছি দুরভিসন্ধিতে প্যাঁচে র কথা শুনে
বহিঃশক্র খুঁজে পাওয়া যায় অন্দর মহলের ধূয়া
অভিনয় করে ভাল থাকি এ যে অন্তরে বড় জ্বালা।