আর্ত-আর্তনাদ চারিদিক থেকে কানে ভেসে আসে
শিশুর আর্তনাদ, বোনের আর্তনাদ, মায়ের আর্তনাদ
কিন্তু কেন! এই আর্তনাদ!


স্বাধীন দেশে স্বাধীন মানুষেরা বসবাস করে
শিশুরা ক্ষুধার জ্বালায় আত্ম-চিৎকার করে
ধর্ষণের হাত থেকে বাঁচার জন্য
শকুনের দলের কাছে বোনেরা আর্তনাদ করে।


মাতা তার সন্তানের ক্ষুধা নিবারনের জন্য
দেহ বিক্রি করে অণু-শোচনায় আর্তনাদ করে।
দুঃখ এবং কষ্ট নিভৃতে একাকি অন্ধকারে বসে
আর্তনাদ করে।


সভ্য সমাজে অ-সভ্য মানুষ কু-কর্মের জন্য
মনের আনন্দে আর্ত-চিৎকার করে।
আইনের চোখ, শাসনের লাঠি, ন্যায়ের ঝাণ্ডার
চোখে কালো কাপড়ে ঢাকা, সকল কর্মই সাদা।