ঘন কুয়াশা আসছে ধেয়ে দিনের আলো শেষে
মানুষের গায়ে কম্পন ধরেছে হাড় কাঁপানো শীতে।
শিশির পড়ে টাপুর টুপুর টিনের চালের উপর
ঘরের ভিতর লেপের তলে ওম করে ভাসুর।


পথ কলি রেল লাইনের ধারে ছিঁড়া জামা গায়
শীতের জ্বালায় অবুঝ মনে কুকুর জড়িয়ে রয়।
আগুন জ্বেলেছে কাগজ কুড়ানী শীত কে বাধা দিতে,
গোল হয়ে আগুন তাপায় জীবন বাঁচার তরে।


ধনী লোকের বিলাসী মন কম্বল বিলায় শখে,
দু’এক জনে কম্বল পেলেও দশ জন থাকে দুরে।
ধনীরা সব খাটায় মোদের পাওনা টাকা বাকী
শ্রমিক মোরা গতর খাটায় বেঁচে থাকার তরে !


ক্ষুধার জ্বালা বড়ই জ্বালা জানে পথ শিশু,
ডাস্টবিন থেকে খাবার খেলে সবাই দেয় থুথু ।
পথে আমার জন্ম যেমন পথেই আমি ঘুরি
যৌবন ক্ষুধা মিটিয়েছে তারা জন্ম নিয়েছি আমি।