রাজনীতি আর রাজনীতিবিদের হাতে নাই চলে গেছে অর্থ আর পেশী শক্তির হাতে
দেশের জনগণ মরুক আর বাঁচুক ক্ষমতা আমার চাই চাই !


স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতির পরিবর্তে টেন্ডার বাজী,
চাঁদা বাজী, অপহরণ ইত্যাদির সাথে নেতারা জড়িয়ে যাচ্ছে অহরহ,
রাজনীতির ছত্র ছায়ায় অপরাধ করেও আইনের ফাঁক দিয়ে ছাড় পেয়ে যাচ্ছে।


এই ধারা প্রত্যন্ত অঞ্চলে জনগণের মাঝেও ছড়িয়ে পড়েছে !
ভিলেজ পলিটিশিয়ান’রা স্বল্প শিক্ষিত জনগণের সেবার পরিবর্তে
নিজেদের আখের গোছাতে ব্যস্ত ন্যায়-অন্যায়’র ধার ধারে না,
নিজের স্বার্থের জন্য সত্য কে মিথ্যা আর মিথ্যাকে সত্য বানিয়ে সুবিধা লুটছে !


পুঁজিবাদের কৌশল, প্রযুক্তির ব্যবহার, সর্বপরি আধুনিক যুগের ছোট পরিবার !
বর্তমান সময়ের পিতা মাতা কখনো চায় না তার ছেলে কিংবা মেয়ে
রাজনীতিতে আসুক ভাল নেতা হউক, সবাই চায় ডাক্তার, ইঞ্জিনিয়ার বা
অন্য কিছু হউক ! কিন্তু রাজনীতিবিদ না হউক।


তবে কি জানেন, আমি আশাবাদী লোক ধরিত্রী তে স্থায়ী বলে কিছুই নেই,
এই অরাজক পরিবর্তন হবেই হবে, যখন সমাজের সর্বহারা শ্রেণী
একযোগে জেগে উঠবে....................উঠবে ই !