সবে যখন আকাশটাতে মেঘ জমেছে
ঝড় ওঠেনি, বাতাসটাতে ঘোর লেগেছে,
তখনই প্রেমে পড়েছি, আকাশটাকে মনে ধরেছে।


শতাব্দীর কান্না যেন আকাশ জুড়ে ভর করেছে
ভালবাসার ছোঁয়া পেলে অঝোর ধারায় পড়বে ঝরে,
মনের ব্যাকুলতা চারিদিকে ছড়িয়ে দিয়েছে!
ধরণীতে নদী-নালা, খাল-বিল ভরিয়ে দিবে;


গোধুলী লগ্নে আকাশে আলো-আঁধারের প্রেমের মেলা
প্রকৃতি সেজেছে নতুন রূপে নতুন ছন্দে রূপবতী,
সাঁঝের বেলা মন উতলা, হারিয়ে খুঁজি সারা বেলা
মন-মোহিনী আকাশটাকে লুকিয়ে রাখি চিলে কোটায়।


ঝড়ের পূর্বাভাস অভিমানী ভালবাসার সৌরভ
রূপসী আকাশ যেন গর্ভবতী র রূপ ধরেছে,
প্রসব বেদনায় আকাশ যেন নারীর রূপ নিয়েছে
বরিশনের ধারার মাঝে মন যেন মাটি ছুঁয়েছে।