মনের দুঃখ হৃদয়ের মাঝে
বয়ে বেড়ায় নিশি-দিন,
চারি দিকে গাঢ় অন্ধকার
ধর্মে ধর্মে বিভেদ !


ধনী আর দরিদ্রের মাঝে
নিত্য দর-কাষাকষি
রাজনীতিতে বিপরীত মুখী
হিংসা আর বিদ্বেষ
রাজনীতিবিদরা গিরগিটির মতন
রং বদলায় বেশ।


নির্বাচন এলে গরীবের নেতা
জিতে গেলে কাউকে চিনেনা।
রাজনীতি করলে নিজের উন্নতি
পকেট ভরে কোটি পতি
নেতার মাথায় ধর্মের টুপি
রাতের বেলায় লুটোপুটি!


সকল কাজের কাজী তারা,
কাজের সময় কেউ থাকেনা
ঘুমের মাঝে স্বপ্ন দেখি
আমি করব কি !


দুঃখের দেয়াল ভেঙ্গে ফেলে
আসবে শুভ দিন
মনের মাঝে স্বপ্ন দেখি
বদলে যাবে দিন।