আমার কোন অভিযোগ ছিল না
তোমার ব্যবহারে !
জীবনের আয়ু অনেক বড়
পড়ে আছে সব,
নিজের করে পাওয়ার লালসা
ছোট বেলা থেকে,
অন্যের জিনিষে তোমার চোখ
আছে মিলে মিশে,
চোখের আড়াল হলে পরে
নিজের দাবী কর !
বিবাদে জড়িয়ে নিজেকে ছোট কর
যা হর হামেশা দেখি,
বিশেষ বিষয়ে আলোচনা হলে
উত্তেজিত হয়ে পড়,
তোমার ভয়ে মুখ খুলে না কেহ
পাছে দোষ দিয়ে বস,
ভাল মন্দের বিচার না করে
সব সময় হয় হয় কর,
যাচাই করে নিজে দেখ
গ্রহণ যোগ্যতা কেমন,
সমাজের চোখে যেমন !