মধ্যরাতে ঘুম ভাঙ্গে যায় মেঘের গর্জন শুনে
চকিতে উঠে দেখি বিদ্যুৎ’র ঝলকানী ।
অমাবষ্যার রাতে ঝম ঝমিয়ে বৃষ্টি পড়ে,
বৃষ্টির শব্দ কানে ভাসে মেলোডী গানের সুর ।

মেঘের ডাকে হৃদয় কাঁপে, কাঁপে আমার হিয়া
বর্ষাকালে বৃষ্টির ধারা, কবির মন পাগল পারা,
আলো-আঁধারির লুকো চুরি খেলা......!

ষড় ঋতুর বাংলাদেশ, রুপে-অপরুপে লাগছে বেশ,
বেলকুনীতে দাঁড়িয়ে দেখি বর্ষার ছল চাতুরী
নিশুতি রাতে বৃষ্টির সাথে, গুড় গুড় মেঘ ডাকে
মনে পড়ে যায় গানের কলি, “ওগো বর্ষা তুমি,
এমন ধারায় ঝরছো কেন”!

মেঘের ডাকে ঘুম ভাঙ্গে রাতের বর্ষার রুপ দেখে
বর্ষা কালে মধ্য-রাতের এমন রুপ দেখিনি আগে !
বধু যদি থাকত কাছে, এই রুপ দেখতাম সাথে
অনুভবে তোমাকে নিয়ে বৃষ্টি দেখি প্রান ভরে !

বৃষ্টির জলের স্রোতো ধারা খড়-কুটো ভাসছে হারা।
বৃষ্টির জলে তোমার সাথে ভিজার বড় সাধ জাগে
ভিজে শরীর হারিয়ে যেতাম তোমার সাথে, যেমন
করে চাইতে !

চেয়ে দেখি ! নর পিঁপড়া নারী পিঁপড়াকে জড়িয়ে ধরে
জলের স্রোতে ভেসে চলেছে অজানা-দিগন্তে;
ইচ্ছে হয়, ওদের মত হারিয়ে যায় অজানার পথে ।