আঘাতের পর আঘাত পেলে কঠিন হয় মন
মানুষ রুপী অমানুষেরা এই সমাজের ঘুন !
ভাল-মন্দের বিচার করেনা জিঘাংসা মিটায়
অমানুষের স্বভাব যেমন অন্যের ক্ষতি চাই ।


জন্ম গত স্বভাব তাদের বংশানুত্রুমে আসে
ভাল মানুষ রুপে তারা এই সমাজে থাকে !
সুযোগ বুঝে হুল ফুটায়, অপেক্ষা করে ক্ষণ
কার্য সিদ্ধি শেষ হলে আনন্দে হয় মশগুল ।


ভাল মানুষের চিন্তা ধারা সঠিক পথের সন্ধান
করা, সাধনায় সিদ্ধি মিলে সঠিক পথের দেখা
মিলে ! ভাল কাজের সন্ধান দাতা, সমাজ পাবে
আসল নেতা, একবিংশ শতাব্দীর চিন্তা ধারা,
আইটিতে জীবন গড়া।


কায়িক শ্রম লঘু হচ্ছে, বিচিত্র ধরনের সমস্যা হচ্ছে
সমাজ বিজ্ঞানীদের চিন্তা মাথায়, কি প্রত্রিুয়ায়
মানুষ বাঁচায় ! ভাইরাসে কম্পিউটার নষ্ট, প্রো-
কৌশলীদের জীবন অতিষ্ট, করোনার কোপা নলে
ডাক্তারা ভয়ে চলে ।


নিরাময়ের ঔষধ নাই, প্রতি দিন জীবন যায়, বিশ্ব
নেতাদের একটায় চিন্তা, অর্থনীতি সচল রাখা !
প্রতিদিন শ্রমিক ছাঁটাই, কল-কারখানার বেহাল দশা,
শিল্পো-পতিদের মাথায় হাত, শ্রমিকের পেটে হাত।


সবাই এখন মাক্স পরে, জীবনু থেকে দুরে থাকে
হঠাৎ হঠাৎ লক-ডাউন, নিজের বাড়ী গোডাউন,
কি হবে ভবিষৎ-এ, সবাই ভাবে একসাথে ।


(কবিতাটি ০৪.০৭.২০২০ তারিখে লেখা। )