নীল আকাশে মেঘ জমেছে উড়ছে সাদা চাদর
মেঘের গাঁয়ে ঘনোঘটা সূর্য মামার আলোর ছটা,
ভুবন ভরা আলোর মিছিল খেলছে লুকোচুরি।


পুব আকাশে ঝড়ের আভাস রং-ধনুর সাত রং
মেঘের কোলে উঠছে একা তীরের মত বাঁকা !
গৃহে ফেরার প্রতিযোগীতায় বলাকাদের সারি ,
মেঘের ভেলা দুর্নিবানে রাখাল ফিরে বাড়ীর পানে,
হঠাৎ যখন বৃষ্টি নামে।


বাঁধন হারা গরুর পাল সামনের দিকে ধায়,
রাখাল বালক গরুর পানে পিছু পিছু যায়।
আষাঢ় মাসের বৃষ্টিধারা অঝোর ধারায় ঝরে,
মাঝে মাঝে বিজলী চমকায় হৃদে কাঁপন ধরে।


ভেঁজা মাটির সোদা সোদা গন্ধ সৌরভ ছড়ায়,
কাদামাটি জড়িয়ে ধরে ভালবাসার গায় ।
মেঘ বালিকার প্রেমালাপ পাগল করে মন
আষাঢ় মাসে বৃষ্টির ধারা ভেজায় সারাক্ষণ ।


বিঃদ্রঃ কবিতাটি ২৮.০৮.২০২০ তারিখে লেখা।