হাওয়া ঢুকে বুকের ভিতর
আমরা খুঁজি তাই, সেই হাওয়া বুকের ভিতর
অম্ল তিতা হয়!


দেহ করে আনচান আরাম খুঁজে মরে
বাতাস যখন বাহিরে আসে দেহ নিথর হয়
দেহের উপর দেহের বোঝা, মজা খুঁজে তিলের খাজা!


যাকে আমি আনতে গেলাম
তাকে দেখে ফিরে এলাম
সে যখন চলে গেল, তাকে তখন নিয়ে এলাম।


আনলাম আমি অল্প কিছু, সুযোগ নিলো পিছু পিছু
হলাম আমি সর্বহারা বেঁচে আছি পথ হারা
ভাসিয়ে নিলো আমার সংসার বুঝে উঠার আগে ।