হৃদয় ভাংগে হৃদয় গড়ে এইতো প্রেমের খেলা
কৈশোর থেকে যৌবনে প্রবেশ এ যে বড় জ্বালা।
ঢেউ র উপর ঢেউ উঠেছে নদী বড় উত্তাল
মনের আবেগ উথলে উঠে যৌবন বড় চঞ্চল।


সঙ্গ খুঁজে নারী স্নেহ যদি বলতে পারি!
মনের ভিতর দুরু দুরু যদি পিছলে পড়ি।
ঘুমের মাঝে স্বপ্ন দেখি অনুরাধা র মুখ
প্রতি ছায়া ঠিকরে পড়ে হৃদয় করে সুখ।


বাবুই পাখি গাছের ডালে মুখের ভিতর মুখ
তাই না দেখে শিহরণ জাগায় আনন্দে ভরে বুক।
নীল আকাশে সমুদ্রে ঢেউ ফেনায় থাকে সুখ
হৃদয়ের মাঝে লুকিয়ে রাখি অনুরাধা র মুখ।