মন কেন আজ এত অশান্ত! হৃদয়ের ভিতরে তোলপাড় করছে
দিনের শুরু টা ভাল হলেও যত সময় যাচ্ছে ততোই পরিবর্তন,
কখনো আকাশে মেঘ আবার কখনো বৃষ্টি !
এত বড় বাসা তে কেউ নেই একে একে সবাই যে যার মত
আমাকে রেখে কাজে চলে গেল, আমার তো কোন কাজ নাই !


বাসার নিরাবতা আর আমার নিরাবতা মিলেমিশে এক হয়ে গেছে
ঘন বসতির মাঝে আমার বাসা সকলে যে যার মত ব্যস্ত কাজে অকাজে,
আমি খুঁজে ফিরে ব্যস্ত হওয়ার কাজে !
সমাজ পরিবর্তনের চিন্তা আমার ছোট বেলা থেকে নিজে বিশ্বাস করি
আবার অন্যকে বিশ্বাস করানো র চেষ্টা করি।


ছাত্র জীবনে লেখা পড়ার পাশাপাশি দিন বদলের কাজে ব্যস্ত থাকতাম
যেমন শ্রমিক, কৃষক, খেটে খাওয়া মানুষ, দিন-মজুর তাদের অধিকার,
ন্যায্য-পাওনা, জনগণের প্রতি রাষ্ট্রের দায়িত্ব কর্তব্য ।
শ্রেণী সংগ্রাম, পুঁজিবাদ, সন্ত্রাসবাদ, আর ভাব বাদ, ধর্মান্ধ তায়
বিশ্বাসী লোকজন নিত্য নতুন কৌশল অবলম্বন করে
নব্বই ভাগ জনগনকে শোষণ নিপীড়ন করছে !


রণাঙ্গনের শব্দ, নির্যাতনের যন্ত্রনা, খেটে খাওয়া মানুষের কষ্ট
আমাকে পিঁড়া দিত, কষ্ট দিত, হৃদয়ে ভিতর ক্ষরণ হতো,
ব্যক্তিগত ভাবে সমাধানে র চেষ্টা করতাম, এতো সমাধান নয়!
সকলকে বুঝতে হবে এবং একযোগে জেগে উঠতে হবে
নিজের অধিকার আদায়ের সেটার স্বপ্ন দেখি আমি বার বার !
অপেক্ষায় আছি আসবে আসবেই সময় !